-->
শরীয়তপুরে প্রাথমিক বিদ্যালয়ের ৫৬৫ শিক্ষকের পদ শূন্য

শরীয়তপুরে প্রাথমিক বিদ্যালয়ের ৫৬৫ শিক্ষকের পদ শূন্য

শরীয়তপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৬৫ শিক্ষকের পদ বর্তমানে শূন্য রয়েছে। শূন্য পদের মধ্যে প্রধান শিক্ষকের ৩২৯টি এবং সহকারী শিক্ষকের ২৩৬টি পদ রয়েছে। শিক্ষকের পদগুলো শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এছাড়া প্রধান শিক্ষকের অভাবে প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে সদর উপজেলায় প্রধান শিক্ষকের ৬৫টি ও সহকারী শিক্ষকের ২৭টি, নড়িয়া উপজেলায় প্রধান শিক্ষকের ৬১টি ও সহকারী শিক্ষকের ২৯টি, ভেদরগঞ্জ উপজেলায় প্রধান শিক্ষকের ৭৮টি ও সহকারী শিক্ষকের ৬৮টি, জাজিরা উপজেলায় প্রধান শিক্ষকের ৭৪টি ও সহকারী শিক্ষকের ৪৪টি, ডামুড্রা উপজেলায় প্রধান শিক্ষকের ৪৩টি ও সহকারী শিক্ষকের ২০টি এবং গোসাইরহাট উপজেলা প্রধান শিক্ষকের ৪৮টি ও সহকারী শিক্ষকের ৪৮টি পদ শূন্য রয়েছে

নাম প্রকাশ না করার শর্তে জেলার চার জন সহকারী উপজেলা শিক্ষা অফিসার শিক্ষা ডটকমকে জানান, একদিকে শিক্ষকের অভাবে ছাত্রছাত্রীদের লেখাপড়া কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। অন্যদিকে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। এদিকে শিক্ষার্থীদের প্রত্যাশা করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্য পদ পূরণ।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবদুল আজিজ শরীয়তপুরের ছয়টি উপজেলায় প্রধান শিক্ষকের ৩২৯ পদ এবং সহকারী শিক্ষকের ২৩৬টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছেন। শিক্ষকের শূন্য পদ থাকার বিষয়টি উপ-পরিচালক প্রাথমিক শিক্ষাকে অবহিত করা হলেও কোনো ফলোদয় হয়নি।

------------------------------

শিক্ষা ডটকমের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

------------------------------

প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বৃত্তি, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, ভিডিও পেতে শিক্ষা ডটকমের ফেইসবুক গ্রুপে ফলো করুন ( ফলো করতে ক্লিক করুন এখানে )।

------------------------------

শিক্ষা ডটকমের ফেইসবুক পেইজঃ শিক্ষা - Shikkhaa.com | Facebook

0 Response to "শরীয়তপুরে প্রাথমিক বিদ্যালয়ের ৫৬৫ শিক্ষকের পদ শূন্য"

Post a Comment

Ads