-->
দেড় বছর ধরে অনুপস্থিত প্রধান শিক্ষক

দেড় বছর ধরে অনুপস্থিত প্রধান শিক্ষক


টাঙ্গাইলের গোপালপুরে টানা দেড় বছর ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক বিনানুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে। এতে স্কুলের পড়ালেখা ও প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। 

বৃহস্পতিবার আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন তথ্য পাওয়া যায়।

জানা যায়, ১৯১৪ সালে প্রতিষ্ঠিত আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি উপজেলার একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এলাকার দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুরা এখানে পড়ালেখা করে। স্কুলে শিক্ষার্থী আড়াই শতাধিক। শিক্ষক ৫জন। 

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদা তালুকদার শিক্ষা ডট কমকে জানান, প্রধান শিক্ষক সুখলাল দাস ২০২১ সালের ১৮ জানুয়ারি আমেরিকা চলে যান। এরপর তিনি আর স্কুলে আসছেননা। তার অনুপস্থিতে স্কুলে শিক্ষক সংকট চলছে। পড়াশোনা ও প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। 

গোপালপুর উপজেলা শিক্ষা অফিসার মফিজুর রহমান শিক্ষা ডটকমকে জানান, প্রধান শিক্ষক সুখলাল দাস ২০২০ সালের ডিসেম্বর মাসে অক্ষমতাজনিত কারণে অবসরগ্রহণের আবেদন জানান। কিন্তু যথাযথ প্রক্রিয়ায় মেডিক্যাল বিষয়ক কোন কাগজপত্র জমা না দিয়েই সবার অজান্তে ডিভি লটারীতে মার্কিন মুলুকে পাড়ি জমান। তিনি বিনা ছুটি ও দপ্তরের বিনানুমতিতে বিদেশ থাকায় টানা দেড় বছর ধরে স্কুলের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অনুরোধ জানানো হয়েছে। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে শিক্ষা ডটকমকে জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিভাগীয় উপপরিচালককে লিখিতভাবে অনুরোধ জানানো হয়েছে। 

এদিকে আমেরিকা প্রবাসী সুখলাল দাস শিক্ষা ডটকমকে জানান, তার স্ত্রী দীপালী রাণী দাস কুমুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। ডিভি লটারীতে সপরিবারে তারা দুজন আমেরিকা আসেন। এখনো তারা দুজন অসুস্থ। সেখানে চিকিৎসা নিচ্ছেন। শারীরীক অক্ষমতাজনিত কারণ দেখিয়ে অবসরগ্রহনের আবেদন করে তিনি দেশত্যাগ করেন। কিন্তু কর্তৃপক্ষ আবেদন মঞ্জুর না করে তার বিরুদ্ধে এখন বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে  জানতে পেরেছেন। এটি তার প্রতি অবিচার বলে দাবি করেন তিনি। 

0 Response to "দেড় বছর ধরে অনুপস্থিত প্রধান শিক্ষক"

Post a Comment

Ads