ছয় শিক্ষার্থী পড়িয়ে বেতন তুলছেন তিন শিক্ষক!
Saturday, September 10, 2022
Comment
শেরপুরে একটি প্রাথমিক বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষ মিলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মাত্র ছয় জন। আর তাদের পড়ানোর জন্য আছেন তিন শিক্ষক। মানসম্মত পাঠদান না করায় শিক্ষার্থীর সংখ্যা কমছে বলে অভিযোগ স্থানীয়দের। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, বিষয়টি খতিয়ে দেখে নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।
শেরপুরের নকলা উপজেলার ৫৩নং হুজুরীকান্দা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটিতে পঞ্চম শ্রেণিতে তিন জন, চতুর্থ শ্রেণিতে ২ জন এবং তৃতীয় শ্রেণীতে মাত্র ১ জন শিক্ষার্থী নিয়ে চলছে পাঠদান কার্যক্রম। ৬ জন শিক্ষার্থী সশরীরে উপস্থিত থাকলেও রোলকল না করেই কাগজে-কলমে গোটা ২০ শিক্ষার্থীর উপস্থিতি দেখানো হয়েছে হাজিরা খাতায়।
এ বিদ্যালয়ে ছয় শিক্ষার্থীর জন্য রয়েছে তিন শিক্ষক ও একজন দপ্তরিও। শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণির বানানও করতে পারছে না ইংরেজিতে। এ অবস্থায় বিদ্যালয়টি শিক্ষার মান ভালো করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। স্থানীয়রা বলেন, শিক্ষকরা বলে শিক্ষার্থী থাকলেও বেতন পাব, না থাকলেও পাব। এমনিতেই কিন্ডারগার্ডেন স্কুল হওয়াতে শিক্ষার্থী কম। এরপরেও যা ছিল তাদেরও যদি ভালোভাবে পড়াতো তাহলে এই অবস্থা হতো না।
উপস্থিতি সংখ্যাসহ অন্যান্য বিষয়ে প্রশ্ন করা হলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ‘পরবর্তীতে দেখব কেন এলো না। প্রতিদিন কতজন আসে না, তা আমার খেয়াল থাকে না।’
তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম।
তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম।
তিনি বলেন, বিষয়টি আমি অবশ্যই দেখব। আমি স্কুলগুলো ভিজিট করে ব্যবস্থা নেব।
তিন শিক্ষকের বিদ্যালয়টিতে শতাধিক শিক্ষার্থী থাকার কথা থাকলেও প্রধান শিক্ষকের দাবি তাদের শিক্ষার্থী রয়েছে ৫৬ জন। যদিও সে সংখ্যা শুধুমাত্র কাগজে-কলমেই সীমাবদ্ধ।
তিন শিক্ষকের বিদ্যালয়টিতে শতাধিক শিক্ষার্থী থাকার কথা থাকলেও প্রধান শিক্ষকের দাবি তাদের শিক্ষার্থী রয়েছে ৫৬ জন। যদিও সে সংখ্যা শুধুমাত্র কাগজে-কলমেই সীমাবদ্ধ।
------------------------------
শিক্ষা ডটকমের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বৃত্তি, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, ভিডিও পেতে শিক্ষা ডটকমের ফেইসবুক গ্রুপে ফলো করুন ( ফলো করতে ক্লিক করুন এখানে )।
শিক্ষা ডটকমের ফেইসবুক পেইজঃ শিক্ষা - Shikkhaa.com | Facebook
0 Response to "ছয় শিক্ষার্থী পড়িয়ে বেতন তুলছেন তিন শিক্ষক!"
Post a Comment