-->
স্কুলের লিফটে আটকে প্রাণ গেলো শিক্ষিকার

স্কুলের লিফটে আটকে প্রাণ গেলো শিক্ষিকার

একটি স্কুলের লিফটে আটকে পড়ে ভারতের মহারাষ্ট্রের পশ্চিম মালাডায় গিনেল ফার্নান্দেজ (২৬) নামের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) পশ্চিম মালাডের চিঞ্চোলি বন্দরের সেন্ট মেরি ইংলিশ হাই স্কুলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা যায়, গিনেল ফার্নান্দেজ নামের ওই শিক্ষিকা শুক্রবার দুপুর ১টার দিকে সাততলা থেকে দোতলায় নামার জন্য লিফটে উঠছিলেন। কিন্তু তার শরীরটি পুরোপুরি লিফটে ঢোকার আগেই সেটি উপরের দিকে উঠতে শুরু করে। তার একটি পা লিফটে ঢুকলেও শরীরের বাকি অংশ বাইরেই ছিল।

দেয়াল-লিফটের মধ্যে আটকে পড়া অবস্থায় তার চিৎকার শুনে ছুটে আসেন স্কুলের নিরাপত্তারক্ষী ও শিক্ষার্থীরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করানোর পরপরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ অপমৃত্যুর (ইউডি) মামলা করে তদন্ত শুরু করেছে। লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কী না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

------------------------------

শিক্ষা ডটকমের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

------------------------------

প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বৃত্তি, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, ভিডিও পেতে শিক্ষা ডটকমের ফেইসবুক গ্রুপে ফলো করুন ( ফলো করতে ক্লিক করুন এখানে )।

------------------------------

শিক্ষা ডটকমের ফেইসবুক পেইজঃ শিক্ষা - Shikkhaa.com | Facebook

0 Response to "স্কুলের লিফটে আটকে প্রাণ গেলো শিক্ষিকার"

Post a Comment

Ads