-->
খবর বিশ্লেষণঃ ম্যাজিস্ট্রেট বাহাদুর কি ভুলের উর্ধ্বে?

খবর বিশ্লেষণঃ ম্যাজিস্ট্রেট বাহাদুর কি ভুলের উর্ধ্বে?


ম্যাজিস্ট্রেটকান্ডঃ পরীক্ষার শুরুতেই ৯ শিক্ষার্থী বহিষ্কার

পরীক্ষা শুরু। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পরিদর্শনও শুরু। সবেমাত্র অবজেক্টিভের প্রশ্নপত্র হাতে পেয়েছে শিক্ষার্থীরা। ৫-৬ মিনিটের মধ্যেই ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল রহমান।
 
বহিষ্কার হওয়া ৯ পরীক্ষার্থীর ৭ জন ওই সময়ের মধ্যে খাতায় রোল ও রেজিষ্ট্রেশন নম্বর ছাড়া বৃত্তভরাট শুরু করতেই পারেনি।বাকী ২ জনের একজন ২ টি এবং অপরজন ৩ টি উত্তরের বৃত্ত ভরাট করেছিল মাত্র।
 
গণমাধ্যমে এভাবেই খবরটি প্রচারিত হয়েছে। গাঁ শিউরে উঠা কান্ড। এসএসসি পরীক্ষা শুরুর দিন (১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার) বয়ে যাওয়া ওই মাজিস্ট্রেটঝড়ে শিক্ষা জীবন থেকে আপাততঃ ঝরেপড়া ওই পরীক্ষার্থীরা জানেই না কি ছিল তাদের অপরাধ, যাতে এমন গুরুদণ্ড দেয়া হলো। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলার গলাচিপার খারিজ্জমা ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে।
 
হল সুপার নূর জাহান মনি গণমাধ্যমকে জানান, তিনি(ম্যাজিস্ট্রেট) আমাকে মৌখিক বলেছেন যে ' ওরা কথা বলেছে, এবং একজন আরেকজনের দিকে তাকিয়েছে। তাকে অনেক অনুরোধের পরও তিনি বলেছেন না তাদের বহিষ্কার করতে হবে। তিনি নিজে বসে থেকে আমাকে দিয়ে বহিষ্কার করিয়ে কক্ষে কক্ষে ওই নোটিশ প্রচার করিয়েছেন।
 
বহিষ্কার হওয়া এক পরীক্ষার্থী গণমাধ্যমকে বলেছে,' স্যার বলেছে আমি নাকি পিছনে তাকাইছি।' তার দাবী কক্ষে সিসিটিভি ফুটেজ থাকলে দেখুন আমার অপরাধ কি?
 
কে দেবে এর সদুত্তর?
 
ক্যামেরার সামনে কথা না বলার শর্তে ওই ম্যাজিস্ট্রেট গণমাধ্যমকে বলেন,দেখা-দেখির সাথে প্রশ্ন অদল-বদল করায় তাদের বহিষ্কার করা হয়েছে।
 
বহিষ্কার হওয়া এক পরীক্ষার্থীর অভিভাবক গনমাধ্যমকে বলেন, পরীক্ষা শুরু হতে না হতেই হুট করেই একের পর এক বহিষ্কার পুরো এলাকায় আতংক ছড়ায়। পরীক্ষার্থী- অভিভাবক -
 
এলাকাবাসীর মধ্যে ভয় ছড়িয়ে পরে।
 
ম্যাজিস্ট্রেট বাহাদুর শাসন করতে গিয়ে একি কান্ড ঘটালেন কোমলপ্রাণ ওই শিশু পরীক্ষার্থীদের ওপর। শিশুদের ক্ষেত্রে সংশোধন যেখানে রাষ্ট্র স্বীকৃত আইনী অধিকার সেখানে একেবারে ধরেই গুরুদন্ড - আর যাই হোক ন্যায়পরতো হয়ইনি অধিকন্তু অবিবেচনা প্রসূত মহাঅন্যায় সংগঠিত হয়েছে,যার সংশোধন অনিবার্য।
 
যদি এটি এখন এসে সঠিক মনে না হয় তবে সংশোধনের উপায় কি, কারা বা কে করবে এই অন্যায্যাতার বিচার। ডিসি,শিক্ষা বোর্ড নাকি আদালত এখন সেটিই দেখার বিষয়। নাকি শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের অন্যায় অপবাদ নিয়েই থাকতে হবে এসব সন্তানদের। ম্যাজিস্ট্রেট বাহাদুর কি ভুলের উর্ধ্বে?
 
বৃটিশদের আমরা খেদিয়েছি, ওই মানসিকতা কি এখনও সুযোগে মাঝে মাঝে উপভোগ করতে চাই,কর্তার ভুল নেই,বাঙ্গাল রাস্ট্রে এমন নজির না থাকাই ভালো,শিক্ষার্থীদের শিক্ষা জীবন ফিরিয়ে দেয়া হউক। শাসন চলুক,তবে নির্যাতন নয়।

লেখকঃ সাংবাদিক - মাসুক আলতাফ চৌধুরী ( সাবেক সভাপতি - কুমিল্লা প্রেসক্লাব )

------------------------------

শিক্ষা ডটকমের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

------------------------------

প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বৃত্তি, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, ভিডিও পেতে শিক্ষা ডটকমের ফেইসবুক গ্রুপে ফলো করুন ( ফলো করতে ক্লিক করুন এখানে )।

------------------------------

শিক্ষা ডটকমের ফেইসবুক পেইজঃ শিক্ষা - Shikkhaa.com | Facebook

0 Response to "খবর বিশ্লেষণঃ ম্যাজিস্ট্রেট বাহাদুর কি ভুলের উর্ধ্বে?"

Post a Comment

Ads