
মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষকদের টাকা আত্মসাতের অভিযোগ
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ‘উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’ এর আওতায় ‘মৌলিক সাক্ষরতা প্রকল্প’ এর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত বছরের ডিসেম্বর মাস থেকে বয়স্কদের শিক্ষা দান কার্যক্রম চলছে। ওই কার্যক্রমের আওতায় উপজেলার মালিখালী ইউনিয়নের ৪০টি কেন্দ্রে ৮০ জন শিক্ষক পাঠ দানের কাজ করছেন। কিন্তু ওই ইউনিয়নের দায়িত্বে থাকা সুপারভাইজার প্রনব রায় ও অজয় হালদার গত ৬ মাসে সব শিক্ষকদের বেতনের টাকা আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত সুপারভাইজার প্রনব রায়ের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এমন কি তাকে ক্ষুদে বার্তা দিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি। আর অজয় হালদার গত কয়েকদিন ধরে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে প্রকল্পটির উপজেলা কো-অর্ডিনেটর মো. জিয়া হাওলাদার বলেন, ‘এমন একটি অভিযোগ পেয়ে ওই দুই সুপারভাইজারকে ভুক্তভোগী শিক্ষকদের বেতনের টাকা দিয়ে দিতে বলা হয়েছে।’
শিক্ষা ডটকমের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
------------------------------
প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বৃত্তি, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, ভিডিও পেতে শিক্ষা ডটকমের ফেইসবুক গ্রুপে ফলো করুন ( ফলো করতে ক্লিক করুন এখানে )।
------------------------------
শিক্ষা ডটকমের ফেইসবুক পেইজঃ শিক্ষা - Shikkhaa.com | Facebook
0 Response to "মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষকদের টাকা আত্মসাতের অভিযোগ"
Post a Comment