-->
বদলি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

বদলি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অন্য উপজেলায় বদলি হলে সেই উপজেলার তার ব্যাচের অর্থাৎ একই বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতার তালিকার সর্বশেষ শিক্ষকের নিচে তার অবস্থান নির্ধারিত হবে। 

তবে, একই উপজেলার একই ব্যাচের একাধিক শিক্ষক অন্য উপজেলায় বদলি করা হলে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতা মূল উপজেলার তালিকা অনুযায়ী নির্ধারিত হবে। ভিন্ন ভিন্ন উপজেলা থেকে একই ব্যাচের শিক্ষকদের বদলি করা হলে বদলিকৃত উপজেলায় যে শিক্ষক আগে যোগদান করবেন, তিনি জ্যেষ্ঠ হিসেবে বিবেচিত হবেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপজেলার বাইরে বদলির ক্ষেত্রে এভাবেই জ্যেষ্ঠতা নির্ধারণ হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের বদলির ক্ষেত্রে জ্যেষ্ঠতা নির্ধারণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এসব প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। গতকাল সোমবার এসব বিষয় জানিয়ে আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির ক্ষেত্রে যে উপজেলায় বদলি করা হবে সে উপজেলার তার ব্যাচের (একই বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত) জ্যেষ্ঠতা তালিকার সর্বশেষ শিক্ষকের নিচে তার অবস্থান নির্ধারিত হবে। তবে শর্ত থাকে যে, একই উপজেলার একই ব্যাচের একাধিক শিক্ষককে অন্য উপজেলায় বদলি করা হলে তাদের পারস্পরিক জ্যেষ্ঠতাক্রম মূল উপজেলার জ্যেষ্ঠতা তালিকা অনুযায়ী নির্ধারিত হবে। 

আদেশে আরও বলা হয়, ভিন্ন ভিন্ন উপজেলা থেকে একই ব্যাচের শিক্ষককে বদলি করা হচ্ছে। যে শিক্ষক আগে বদলিকৃত উপজেলায় যোগদান করবেন, তিনি তাদের মধ্যে জ্যেষ্ঠ হিসেবে বিবেচিত হবেন। তবে, একইদিনে যোগদানের ক্ষেত্রে তাদের পারস্পরিক জেষ্ঠতা বিদ্যমান অন্যান্য জেষ্ঠতার নীতিমালা অনুসারে নির্ধারিত হবে।

জানা গেছে, গত ২৮ আগস্ট প্রাথমিকের শিক্ষকদের অন্য উপজেলায় বদলির ক্ষেত্রে এসব প্রস্তাবনা অধিদপ্তরে পাঠিয়েছিল অধিদপ্তর, যা অঅনুমোদন দেয়া হলো। আদেশটি গতকাল সোমবার অধিদপ্তরে পাঠানো হয়েছে।

দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৫ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষকরা উপজেলার মধ্যে বদলির আবেদন করতে পারবেন।

------------------------------

শিক্ষা ডটকমের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

------------------------------

প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বৃত্তি, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, ভিডিও পেতে শিক্ষা ডটকমের ফেইসবুক গ্রুপে ফলো করুন ( ফলো করতে ক্লিক করুন এখানে )।

------------------------------

শিক্ষা ডটকমের ফেইসবুক পেইজঃ শিক্ষা - Shikkhaa.com | Facebook

0 Response to "বদলি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা"

Post a Comment

Ads