মধ্যরাতে প্রাইভেটকার চাপায় শিক্ষকের প্রাণ গেল
Thursday, September 8, 2022
Comment
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রাইভেটকার চাপায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন (৪১) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নগরীর পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফতাব হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে। চবি শিক্ষকের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, আফতাব হোসেন স্কুটি চালিয়ে শহর থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় প্রাইভেটকারটি পেছন থেকে তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
0 Response to "মধ্যরাতে প্রাইভেটকার চাপায় শিক্ষকের প্রাণ গেল"
Post a Comment