
বিদ্যালয়ের মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা
সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার ২২নম্বর মধ্য গুলি আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেই প্রবেশপথ, খেলার মাঠ এবং বিদ্যালয় ভবনের নিচ তলায় পানি জমে রয়েছে। কোমলমতি শিক্ষার্থীরা পানি ভেঙে স্কুলে প্রবেশ করছে। বৃষ্টি হলে চারপাশের ময়লা আবর্জনা ভেসে এসে মাঠের পানিতে জমা হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান বলেন, ‘এটি নিচু এলাকা হওয়ায় ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই স্কুলটির সামনের মাঠসহ চারপাশে প্রচুর জলাবদ্ধতার সৃষ্টি হয়। সমাবেশ করা যায় না। একারণে এখন শিক্ষার্থীদের মধ্যে পানিবাহিত রোগ ও ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে। বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে একাধিকবার আবহিত করা হয়েছে। শিক্ষার্থীদের প্রাণ রক্ষায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাই।’
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরমিন জাহান, হাফিজা বেগম ও তানহা এবং ৪র্থ শ্রেণির শিক্ষার্থী রাইসুল ইসলাম, ইয়াসিন আরাফত জানায়, অনেক দিন থেকে খেলার মাঠে পানি জমে রয়েছে। পানি পার হয়ে বিদ্যালয় ভবনে যেতে হয়। পানি জমে থাকায় সেখানে প্রচুর মশা জন্ম নিয়েছে। মশার ভয়ে বাবা-মা বিদ্যালয়ে আসতে বারণ করছেন।
ওই এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন বলেন, ‘প্রতি বর্ষায় বিদ্যালয়ের মাঠসহ আশপাশে জলাবদ্ধতা সৃষ্টি হলেও তা নিরসনে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয় না। পানি ভেঙে এলাকার কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে হয়। নোংরা পানি হাত পায়ে লেগে নানা ধরনের চর্মরোগ দেখা দেয়। এর সঙ্গে যোগ হয়েছে ডেঙ্গু আতঙ্ক। সমস্যাটি নিরসনে বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবগত করেছেন।’
রনগোপালদী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার মো. ইমাম হোসেন মাতুব্বার বলেন, ‘বিদ্যালয় ও আশপাশের এলাকার জলাবদ্ধতা দূর করার জন্য আমরা পানি নিষ্কাশনের উদ্যোগ নিচ্ছি। আশা করছি, অল্প সময়ের মধ্যেই সমস্যাটির সমাধান হবে।’
রনগোপালদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এটিএম আসাদ্দুজামান নাসির সিকদার বলেন, ‘স্কুুলটির জলাবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের। তারপরও আমরা সমস্যাটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
এ বিষয়ে দশমিনা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আল মামুন বলেন, ‘স্কুলটির জলাবদ্ধতাসহ অন্যান্য সমস্যার বিষয়ে অবগত আছি। সমস্যা সমাধানে সরকারি বরাদ্দের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে। আশা করছি, অল্প সময়ের মধ্যে সমস্যাটির সমাধান হবে।
শিক্ষা ডটকমের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
------------------------------
প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বৃত্তি, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, ভিডিও পেতে শিক্ষা ডটকমের ফেইসবুক গ্রুপে ফলো করুন ( ফলো করতে ক্লিক করুন এখানে )।
------------------------------
শিক্ষা ডটকমের ফেইসবুক পেইজঃ শিক্ষা - Shikkhaa.com | Facebook
0 Response to "বিদ্যালয়ের মাঠে হাঁটুপানি, দুর্ভোগে শিক্ষার্থীরা"
Post a Comment