-->
পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের ডিজিটাল ল্যাবে চুরি

পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের ডিজিটাল ল্যাবে চুরি

মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে ৫টি ল্যাপটপ ও ১টি প্রজেক্টরসহ কাগজ পত্র চুরির ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় নৈশপ্রহরী। খবর পেয়ে পুলিশ ঘটনস্থল পরির্দশন করেন।

স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীর তালা ভেঙ্গে বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ল্যাপটপ, প্রজেক্টর সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। পরে সকালে ঘুম থেকে উঠে নৈশ প্রহরী লাইব্রেরীর তালা ভাঙ্গা, রুমের মালামাল এলোমেলো দেখতে পেয়ে স্কুল কর্তৃপক্ষকে জানায়। 

স্কুলের প্রধান শিক্ষকগণ বিষয়টি কালকিনি থানা পুলিশকে জানালে কালকিনি থানার ওসি মো. শামিম হোসেন উত্তর রমজানপুর পাবলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর রমজানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, উত্তর রমজানপুর জিন্নাতিয়া মাদ্রাসা, পশ্চিম রমজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয় পরির্দশন করেন।

উত্তর রমজানপুর মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী সোহেল রানা বলেন, আমি প্রতিদিনের মত স্কুলের আশেপাশে ও সব রুমে তালা ঠিক আছে কিনা দেখে রাত ১টা পর্যন্ত পাহারায় ছিলাম। এর পর ঘুমিয়ে পড়লে আমার রুমের বাহির থেকে ছিটকানি দিয়ে প্রধান শিক্ষকের রুমে রাখা ৫টি ল্যাপটপ ও ১টি প্রজেক্টর নিয়ে যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমনী কান্তি ভক্ত বলেন, সকালে আমাকে নৈশ প্রহরী চুরির খবর জানিয়েছ। এদিকে ৬২নং উত্তর রমজানপুর পাবলিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে রুমের তালা ভেঙ্গে ১টি ল্যাপটপ নিয়ে যায়। উত্তর রমজানপুর জিন্নাত আলী মাদ্রাসায় থেকে কাগজপত্র ও ১টি ঘণ্টা বাজানো বেল নিয়ে যায়। উত্তর রমজানপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে কাগজপত্র অন্যান্য মালামাল চুরি হয়। একই রাতে ৬৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তালা ভেঙ্গে কিছু না পেয়ে চোরের দল কাগজ পত্র এলোমেলো করে রেখে যায়। 

কালকিনি থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন চুরির সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যালয়ের কর্তৃপক্ষ মামলা দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

------------------------------

শিক্ষা ডটকমের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

------------------------------

প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বৃত্তি, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, ভিডিও পেতে শিক্ষা ডটকমের ফেইসবুক গ্রুপে ফলো করুন ( ফলো করতে ক্লিক করুন এখানে )।

------------------------------

শিক্ষা ডটকমের ফেইসবুক পেইজঃ শিক্ষা - Shikkhaa.com | Facebook

0 Response to "পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের ডিজিটাল ল্যাবে চুরি"

Post a Comment

Ads