-->
এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে দুই শিক্ষক বহিষ্কার

এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে দুই শিক্ষক বহিষ্কার

পাবনার চাটমোহরে পরীক্ষা কেন্দ্রে বিধি বহির্ভূতভাবে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনরত অবস্থায় পকেটে স্মার্টফোন রাখার অপরাধে দুই শিক্ষককে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সেন্ট রিটার্স হাইস্কুল কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল এ আদেশ দেন।

আরো পড়ুনঃ ঝুঁকি এড়াতে প্রাথমিকে দ্বিতীয় শ্রেণি বাদ

অভিযুক্ত শিক্ষকরা হলেন, কক্ষ পরিদর্শক ও উপজেলার ছাইকোলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃষি বিকাশ বিভাগের সহকারি শিক্ষক আবুল হাসান এবং বিলচলন ইউনিয়নের উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ভৌত বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক মাসুদ রানা।

আরো পড়ুনঃ শিক্ষককে পদোন্নতিতে ৯ পরীক্ষায় পাস লাগবে

জানা গেছে, এসএসসি পরীক্ষা চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহল সেন্ট রিটার্স স্কুলে কক্ষ পরিদর্শনকালে উপরোক্ত দুই শিক্ষককের কাছে মোবাইল ফোন আছে কিনা জিজ্ঞেস করেন। এ সময় তারা অস্বীকার করেন। পরে কেন্দ্র সচিবের মাধ্যমে তল্লাশি করে ওই দুই শিক্ষকের পকেট থেকে দুটি স্মার্টফোন উদ্ধার করা হয়। এরপর ইউএনও অভিযুক্ত দুই শিক্ষককে দুই বছরের জন্য কেন্দ্র থেকে বহিষ্কার করেন।

আরো পড়ুনঃ অনুপস্থিত প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ

এদিকে পরীক্ষা চলাকালে পৌর শহরের পুরাতন বাজারে ফটোস্ট্যাটের দোকান খোলা রাখার অপরাধে আতিকুর রহমান নামে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সত্যতা নিশ্চিত করে ইউএনও মমতাজ মহল বলেন, দুই শিক্ষক পরীক্ষা চলাকালে মোবাইল ফোন পকেটে রেখে সরকারি নির্দেশ অমান্য করেছেন। আগামী দুই বছর তারা এসএসসি পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। স্বচ্ছতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

------------------------------

শিক্ষা ডটকমের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

------------------------------

প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বৃত্তি, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, ভিডিও পেতে শিক্ষা ডটকমের ফেইসবুক গ্রুপে ফলো করুন ( ফলো করতে ক্লিক করুন এখানে )।

------------------------------

শিক্ষা ডটকমের ফেইসবুক পেইজঃ শিক্ষা - Shikkhaa.com | Facebook

0 Response to "এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে দুই শিক্ষক বহিষ্কার"

Post a Comment

Ads