-->
৬ শত শিক্ষকের দুই মাসের বেতন নিয়ে এনজিও উধাও

৬ শত শিক্ষকের দুই মাসের বেতন নিয়ে এনজিও উধাও

বরিশালের হিজলা উপজেলায় গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মৌলিক সাক্ষরতা চৌষট্টি জেলা প্রকল্পের আওতায় চন্দ্রদ্বীপ নামক একটি এনজিওর মাধ্যমে ৩শ কেন্দ্রে ৬শ শিক্ষকের নিয়োগ দেওয়া হয়। ৮ ডিসেম্বর উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ৩শ পুরুষ ও ৩শ মহিলা রয়েছেন। ছয় মাসের এই প্রকল্পের মেয়াদ জুনে শেষ হয়েছে।

শিক্ষকদের মাসিক সম্মানি ভাতা ২ হাজার ৪শ টাকা করে ধরা হয়। শিক্ষকদের দাবি, ৬ মাস শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান দিয়েছেন তারা। কেন দুই মাসের সম্মানি দেওয়া হয়নি-এমন প্রশ্নের উত্তরে শিক্ষকরা দেই দিচ্ছি বলে গড়িমসি করে এখান থেকে চলে গেছেন।

দুর্গাপুর ও শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শিক্ষক নজরুল ইসলাম ও সোহাগ জানান, চন্দ্রদ্বীপ নামক একটি এনজিওর মাধ্যমে আমরা শিক্ষকতা করেছি। ছয় মাসের এই প্রকল্প শেষ হয়েছে। আমরা চার মাসের বেতন পেয়েছি। দুই মাসের বেতন না দিয়েই এনজিওর লোকজন চলে গেছেন। এখন ফোন করেও তাদের পাওয়া যায় না।

মৌলিক সাক্ষরতা প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার শফিক আহমেদ বলেন, অডিট করে কিছু কেন্দ্রের শিক্ষকদের অনুপস্থিতির একটি প্রতিবেদন দেওয়ায় বেতনের জটিলতা দেখা দিয়েছে। শিগগিরই জটিলতা কেটে যাবে এবং শিক্ষকরা তাদের প্রাপ্য সম্মানি পাবেন।

------------------------------

শিক্ষা ডটকমের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

------------------------------

প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বৃত্তি, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, ভিডিও পেতে শিক্ষা ডটকমের ফেইসবুক গ্রুপে ফলো করুন ( ফলো করতে ক্লিক করুন এখানে )।

------------------------------

শিক্ষা ডটকমের ফেইসবুক পেইজঃ শিক্ষা - Shikkhaa.com | Facebook

0 Response to "৬ শত শিক্ষকের দুই মাসের বেতন নিয়ে এনজিও উধাও"

Post a Comment

Ads