-->
কাগজে কলমে ১৮ শিক্ষক, ইউএনও পেলেন দুইজনকে

কাগজে কলমে ১৮ শিক্ষক, ইউএনও পেলেন দুইজনকে

নীলফামারীর ডিমলায় পশ্চিম ছাতনাই ইউনিয়নের দ্বারাজগঞ্জের ছাতনাই মহাবিদ্যালয় এমপিওভুক্তির জন্য আবেদন করেছে।  কলেজটিতে আকস্মিক পরিদর্শনে গিয়ে মাত্র দুইজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী পেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেলায়েত হোসেন। 

আরো পড়ুনঃ ঝুঁকি এড়াতে প্রাথমিকে দ্বিতীয় শ্রেণি বাদ

এলাকাবাসীর অভিযোগ, প্রতিষ্ঠার পর থেকেই এই কলেজে শিক্ষকেরা নিয়মিত আসেন না। এ জন্য শিক্ষার্থীও নেই। অধ্যক্ষ মাঝেমধ্যে আসেন স্বাক্ষর করতে।

আজ দুপুরে ইউএনও বেলায়েত হোসেন আকস্মিক ওই কলেজ পরিদর্শনে যান। সেখানে গিয়ে দেখতে পান ১৮ জন শিক্ষকের মধ্যে মাত্র দুই শিক্ষক উপস্থিত। পাশের কক্ষে তিনজন শিক্ষার্থী বসে আছে। কাগজকলমে ২০১০ সালে প্রতিষ্ঠিত কলেজটিতে ভর্তি ফরম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে ১১৩ জন। এ সময় উপস্থিত ছিলেন না কলেজের অধ্যক্ষ মোসলেম উদ্দিনও। 

আরো পড়ুনঃ শিক্ষককে পদোন্নতিতে ৯ পরীক্ষায় পাস লাগবে

ইউএনও বেলায়েত হোসেন শিক্ষা ডটকমকে জানান, এর আগে কলেজটির এমপিওভুক্তির আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এমপিওভুক্তি পুনর্মূল্যায়নের আবেদন করেছে। কলেজের বর্তমান চিত্র তুলে ধরে তাঁদের বিরুদ্ধে একটি প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। 

আরো পড়ুনঃ অনুপস্থিত প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ

ইউএনও বেলায়েত বলেন, ‘কাগজকলমে ১৮ জন শিক্ষক থাকলেও গত তিন মাসে শিক্ষক হাজিরাখাতায় মাত্র ছয়জন শিক্ষক উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া ২০২১-২২ সেশনে শিক্ষার্থীদের কোনো ভর্তি রেজিস্টার দেখাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।’ 

খোঁজ নিয়ে জানা যায়, ছাতনাই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোসলেম উদ্দিন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হালিম খান শিক্ষা ডটকমকে বলেন, ‘বিষয়টি জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

------------------------------

শিক্ষা ডটকমের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

------------------------------

প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বৃত্তি, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, ভিডিও পেতে শিক্ষা ডটকমের ফেইসবুক গ্রুপে ফলো করুন ( ফলো করতে ক্লিক করুন এখানে )।

------------------------------

শিক্ষা ডটকমের ফেইসবুক পেইজঃ শিক্ষা - Shikkhaa.com | Facebook

0 Response to "কাগজে কলমে ১৮ শিক্ষক, ইউএনও পেলেন দুইজনকে"

Post a Comment

Ads