বিবাহবহির্ভূত সম্পর্ক, কলেজ শিক্ষক-শিক্ষিকা বহিষ্কার
কলেজ সূত্রে জানা যায়, আবু হেলাল ও একই কলেজের জীববিদ্যা প্রদর্শকের (ড্যামোনেস্টর) সঙ্গে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ মেলে। এ ঘটনা আবু হেলালের প্রথম স্ত্রী জানতে পেরে সৈয়দপুরে জীববিদ্যা প্রদর্শকের বাসায় গিয়ে সম্প্রতি দুজনকে অপত্তিকর অবস্থায় ধরে ফেলেন।
ধরা পড়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল হয়। কলেজের অবিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কলেজ কর্তৃপক্ষ তাদের সতর্ক করে দেন। কিন্তু তারা কলেজের নিয়মনীতির তোয়াক্কা না করে অনৈতিক কর্মকাণ্ড (কাজ) চালিয়ে যান।
অনৈতিক সম্পর্কের বিষয়ে আবু হেলাল ও জীববিদ্যার নারী প্রদর্শকের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা অতি গোপনে অনেক আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হই। হেলাল বলেন, আমার প্রথম স্ত্রী (বড় বউ) বিষয়টি মেনে নিতে না পারায় সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।
নীলফামারী জেলা সদরের চাঁদের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম বলেন, কলেজের সুনাম রক্ষার ক্ষেত্রে কেউ অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত থাকলে কলেজ কর্তৃপক্ষ কখনও তা মেনে নেবে না। বহিষ্কারের নোটিশে আরও বলা হয়েছে পরর্বতী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের বহিষ্কারাদেশ বলবৎ থাকবে।
শিক্ষা ডটকমের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
------------------------------
প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বৃত্তি, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, ভিডিও পেতে শিক্ষা ডটকমের ফেইসবুক গ্রুপে ফলো করুন ( ফলো করতে ক্লিক করুন এখানে )।
------------------------------
শিক্ষা ডটকমের ফেইসবুক পেইজঃ শিক্ষা - Shikkhaa.com | Facebook
0 Response to "বিবাহবহির্ভূত সম্পর্ক, কলেজ শিক্ষক-শিক্ষিকা বহিষ্কার"
Post a Comment