-->
শিক্ষক নিয়োগে অনিয়ম : শুনানিতে কাঁদতে কাঁদতে চাইলেন জামিন

শিক্ষক নিয়োগে অনিয়ম : শুনানিতে কাঁদতে কাঁদতে চাইলেন জামিন

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন পশ্চিমঙ্গের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গতকাল একটি মামলার শুনানিতে কেঁদে ফেলে আদালতকে বলেন, জামিন দিন, আমাকে বাঁচতে দিন।

তবে পার্থর এ অনুনয় মঞ্জুর হয়নি। তাকে আবারও ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ১৪ দিনের জেল হেফাজত শেষেই তাকে বুধবার ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয়।

আরো পড়ুনঃ ট্রেনের জানালা দিয়ে ফোন চুরির চেষ্টা, ১০ কিমি ঝুলে থাকলো চোর

ভার্চুয়ালি হাজির করানো হয় পার্থের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। পার্থের জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি চলাকালীন নিজের জামিনের প্রসঙ্গ উঠতেই কান্নায় ভেঙে পড়েন প্রাক্তন এই মন্ত্রী। 

দুর্নীতির অভিযোগে গত ২৩ জুলাই গ্রেপ্তার হন পার্থ। বুধবার শুনানিতে বিচারক পার্থকে কিছু বলার অনুমতি দিলে নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে আনেন পার্থ। বিচারককে তিনি জানান, তাকে তিন বেলা ওষুধ খেতে হয়। নিয়মিত চিকিৎসার প্রয়োজন রয়েছে তার।

আরো পড়ুনঃ ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

তদন্তকারীরা তার বাড়িতে ৩০ ঘণ্টা তল্লাশি চালিয়েও কিছু উদ্ধার করতে পারেননি। তার পরেও কেন তিনি জামিন পাচ্ছেন না, সেই প্রশ্নই তুলতে দেখা যায় পার্থকে। তিনি আরও বলেন, জেলবন্দি অবস্থায় তাঁর চিকিৎসা হচ্ছে ঠিকই, কিন্তু তিনি বিচার পাচ্ছেন না।

------------------------------

শিক্ষা ডটকমের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

------------------------------

প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বৃত্তি, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, ভিডিও পেতে শিক্ষা ডটকমের ফেইসবুক গ্রুপে ফলো করুন ( ফলো করতে ক্লিক করুন এখানে )।

------------------------------

শিক্ষা ডটকমের ফেইসবুক পেইজঃ শিক্ষা - Shikkhaa.com | Facebook

0 Response to "শিক্ষক নিয়োগে অনিয়ম : শুনানিতে কাঁদতে কাঁদতে চাইলেন জামিন "

Post a Comment

Ads