শিক্ষকদের সুখবর দিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক
তিনি শিক্ষা ডটকমকে বলেন, বদলির সার্ভারের কিছু জটিলতার কথা আমরা জানতে পেরেছি। সার্ভারে ঢোকা যাচ্ছে না। আমি নিজেই বেশ কিছুক্ষণ চেষ্টা করে সার্ভারে ঢুকতে পারিনি। আড়াই বছর পর বদলি শুরু হওয়ায় অনেক শিক্ষক আবেদন করছেন, তাই সার্ভার লোড নিতে পারছেন না। এছাড়া শিক্ষকরা বৃহস্পতিবার পর্যন্ত ৫০ হাজার আবেদন করেছেন। এত শিক্ষক বদলির আবেদনের পরও কিছু জটিলতার কথা আমাদের জানাচ্ছেন। আমরা সেসব জটিলতার তথ্য সংগ্রহ করছি। শিক্ষকদের বদলির সার্ভারের সব জটিলতা নিয়ে আগামী রোববার আমরা কারিগরি টিমের সঙ্গে বসবো। শিক্ষকদের সব জটিলতা সমাধানের চেষ্টা করা হবে।
আরো পড়ুনঃ বেতনে আছেন শিক্ষক, বিদ্যালয়ে নেই
জানা গেছে, বৃহস্পতিবার প্রথম প্রহর থেকে নির্ধারিত ওয়েবসাইটে (http://myschool.eis.dpe.gov.bd/login) লগইন করে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা বদলির আবেদন করতে পারছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৫০ হাজারের বেশি শিক্ষক বদলির আবেদন করেছেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষকরা বদলির আবেদন করতে পারবেন।
আরো পড়ুনঃ একই পরিবারের ৫ শিক্ষক দিয়েই চলছে প্রাথমিক বিদ্যালয়
দীর্ঘদিন পর বদলি শুরু হলেও তা নিয়ে শিক্ষকদের মনে অসন্তোষ ও অস্থিরতার সৃষ্টি হয়েছে। অনেক শিক্ষক অভিযোগ করছেন তারা বদলি সার্ভারে প্রবেশ করতে পারছেন না। নীতিমালা চার জন বা তার কম শিক্ষক থাকা স্কুলগুলো শিক্ষকদের বদলির সুযোগ দেয়া হয়নি। যে স্কুলেগুলোতে শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪০ এর বেশি, সেসব স্কুলের শিক্ষকরাও বদলির সুযোগ পাবেন না। শিক্ষকরা বলছেন, বদলি শুরু হলেও নির্দেশিকার কিছু বিধানের মারপ্যাচে অনেক শিক্ষক বদলি হতে পারবেন না। শিক্ষকরা বলছেন, চারজন বা তার কম শিক্ষক থাকা স্কুলগুলোর শিক্ষকদের বদলি সুযোগ নীতিমালায় নেই।
আরো পড়ুনঃ দেরিতে স্কুলে আসায় প্রধান শিক্ষককে শোকজ
আবার যে স্কুলগুলোর শিক্ষক-শিক্ষার্থী অনুপাত ১:৪০ এর বেশি, সেসব স্কুল থেকে শিক্ষকরা বদলির সুযোগ পাচ্ছেন না। আবার আইপিইএমআইএস সার্ভারে স্কুলের তথ্য হালনাগাদ না থাকলে শিক্ষকরা বদলির আবেদন করতে পারছেন না। শিক্ষকরা আরও জানান, আন্তঃউপজেলা বদলির আবেদন নেয়া হলেও আন্তঃজেলা বদলির আবেদন তারা করতে পারছেন না।
আরো পড়ুনঃ শিক্ষকের অসভ্যতায় দুই শিক্ষার্থীর শিক্ষাজীবন শেষ!
তারা আরও জানিয়েছেন, বদলির সার্ভার লোড নিতে পারছে না। অনেক শিক্ষক তাই সার্ভারে ঢুকতে পারছেন না। শিক্ষকরা আরও জানান, প্রতিস্থাপিত বদলির সুযোগ অনলাইন বদলিতে নেই। আবার বদলির নির্দেশিকায় চাকরির মেয়াদ ২ বছর পূর্ণ হলে বদলির সুযোগ রাখা হলেও ২০২০ খ্রিষ্টাব্দে যোগদান করা শিক্ষকরা বদলির আবেদন করতে পারছেন না।
আরো পড়ুনঃ প্রাথমিক শিক্ষার চিত্র বদলে দিয়েছেন এই ইউএনও
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রায় ৪৫ হাজার নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। শিক্ষকরা বলছেন, এখন পুরাতন শিক্ষকদের বদলির আবেদন নেয়া হলেও তাদের বদলি করা হবে জানুয়ারি থেকে মার্চ মাসে। কিন্তু এর আগেই নতুন শিক্ষকরা নিয়োগ পাবেন। এতে কাঙ্ক্ষিত পদে বদলির সুযোগ পাবেন না পুরাতন শিক্ষকরা।
শিক্ষা ডটকমের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
------------------------------
প্রাইমারি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বৃত্তি, উচ্চশিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, ছবি, ভিডিও পেতে শিক্ষা ডটকমের ফেইসবুক গ্রুপে ফলো করুন ( ফলো করতে ক্লিক করুন এখানে )।
------------------------------
শিক্ষা ডটকমের ফেইসবুক পেইজঃ শিক্ষা - Shikkhaa.com | Facebook
0 Response to "শিক্ষকদের সুখবর দিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক"
Post a Comment