আপনি কি খুব সহজেই আপনার ব্যবসায় উন্নতি করতে চান? জেনে নিন এই টিপসগুলো
সারা পৃথিবীতে আজ এক অর্থনৈতিক সংকট বিরাজ করছে। বিভিন্ন দেশে হু হু করে বাড়ছে মুলস্ফিতি। অনেক দেশ দেওলিয়া হয়ে যাচ্ছে অর্থনৈতিক ভাবে। সে দেশের জনগণের মাঝে অভাব প্রকট আকারে পড়েছে।
নিম্ন আয়ের মানুষদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। বেশিরভাগ মানুষ জীবনযাপনের খরচ যোগাতে দিশেহারা হয়ে পড়ছে। এমন পরিস্থিতি মোকাবেলার জন্য আজকাল আমরা সবাই কিছু না কিছু করে জিবিকা নির্বাহ করতে চাই।
আমাদের সবাই শিক্ষিত না। সবাই চাকুরিও করি না। আর যদি কেউ চাকুরি করি তবে ভালো বেতন পাই না। যে বেতন পাই তা দিয়ে সংসার চালানো মুশকিল । যেই মুজুরি বা বেতন পাই তা দিয়ে সংসার চালানো অনেক কঠিন, বলা যায় এই বেতনে অনেককেই তিন বেলা খাবার যোগানে দিতে হিমশিম খেতে হচ্ছে।
তাই আমরা সবাই চাই চাকুরির পাশাপাশি পার্টটাইম অথবা ফুলটাইম কিছু একটা করতে, যা দিয়ে অর্থ উপার্জন হবে।
এই ক্রান্তি কালে অনেকেই চায় ব্যবসায় করতে। ব্যবসায়ের মধ্যে অর্জিত অর্থ দিয়ে সংসার চালাতে। কিন্তু অনেকেরই এই ব্যবসায় সম্পর্কে কোন ধারণা থাকেনে।
তাই ব্যসায়ের কিছুদিন পর লাভের মুখা দেখলে হতাশয় পরে যায় । এই হতাশার প্রভাবে পরে সংসার এবং দৈনিন্দিন জীবনে। তাই ব্যবসায় শুরু করার আগে ব্যবসায় উন্নতি করতে হলে কি করে ব্যবসায় করতে হয়ে অথবা ব্যবসায় এর পণের মার্কেটিং করতে হয় তা নিম্নে লিখা হলো।
আপনি যদি ব্যবসা করতে চান, এটা যে কোন ব্যবসা হতে পারে। অথবা কোন পণ্য বিক্রয় করতে চান এবং ব্যাবসায় প্রশার করতে চান তাহলে আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে তা হচ্ছে - মার্কেটিং।
ব্যবসায় প্রসার, উন্নতি অথবা পণ্যের বিক্রয় বাড়াতে চাইলে মার্কেটিং অবশ্যই করতে হবে। মার্কেটিং ছাড়া কোন ব্যবসায়ের উন্নতি এবং প্রসার করা সম্ভব নয়। আপনি যদি দীর্ঘস্থায়ী ব্যবসায় করতে চান তাহলে আপনাকে মার্কেটিং করতেই হবে।
অনেক ছোট ব্যবসা ভালো এবং সঠিক মার্কেটিং এর ফলে অনেক বড় ব্যবসায় প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। যেমন এইচপি কম্পিউটার ব্র্যান্ড। ভালো এবং সঠিক ভাবে মার্কেটিং করলেই পণ্যের ব্র্যান্ড ভ্যালু বাড়ে।
0 Response to "আপনি কি খুব সহজেই আপনার ব্যবসায় উন্নতি করতে চান? জেনে নিন এই টিপসগুলো"
Post a Comment